Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মামলার আবেদন

প্রকল্পঃ স্ট্রেনদেনিং লিগ্যাল সার্ভিসেস ফর দ্যা মারজিনালাইজড

অর্থায়নেঃ ইউকেএইড থ্রুম্যক্স স্ট্যাম্পপিএলসি

বাস্তবায়নেঃ ওয়েভ ফাউন্ডেশন

প্রকল্পের মেয়াদঃ জুলাই ২০১৪- মার্চ ২০১৭ পর্যন্ত

 প্রকল্পের লক্ষ্যঃ

আইনি সেবার মাধ্যমে জনগণের বিশেষত দরিদ্রনারী, প্রান্তিক গনগোষ্ঠী এবং সুবিধা বঞ্চিতদের সামাজিক ন্যায্যতা নিশ্চিত করা।

 

প্রকল্পের উদ্দেশ্যঃ

  1. ১। আইনগত ও মানবাধিকার আদায়ে জনগণের সচেতনতা সৃষ্টি।
  2. ২। দরিদ্র এবং প্রান্তিক জনগোস্ঠির জন্য স্বল্প ব্যয়ে দ্রুত ও ন্যায্য বিচার ত্বরান্বিত করার জন্য গ্রাম আদালত এবং শালিসী পরিষদকে শক্তিশালীকরণ।
  3. ৩। জরুরী সহযোগিতা এবং আইনি সহায়তা পাওয়ার  জন্য ভুক্তভোগীদেরকে জেলা, উপজেলা, ও ইউনিয়ন আইন সহায়তা কমিটির সাথে যোগাযোগ স্থাপন।
  4. ৪। স্থানীয় বিপার ব্যবস্থা তরান্বিত করার জন্য প্রকল্প কর্মীদের সক্ষমতা বৃদ্ধি।

 

 

  গ্রাম আদালত বসার নির্ধারিত দিনঃ  প্রতি শনিবার ।

১ নজরে আমাদী ইউনিয়নে গ্রাম আদালত ও শালিসী পরিষদে মামলার তথ্যঃ

 

                                গ্রাম আদালত                                                                  সালিশি পরিষদ

আবেদনকৃত মামলার সংখ্যা              নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা              আবেদনকৃত মামলার সংখ্যা        নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা

            ৯৬                                           ৯৩                           ০৫                                     ০৫

ক্ষতিপূরণ ধার্স্য                            ক্ষতি পূরন আদায়                         ক্ষতিপুরণ ধায্য                     ক্ষতিপুরন আদায়

১১৯৮২২৬                             ৯৫৪০০০                                   ২৮০০০                             ২৮০০০